নিউজ ডেস্ক: শিক্ষকদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদ আকন্দ ও অঞ্জন রায়, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সোমবার রাতে জানান, রবিবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আসায় তাদের তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দোষি প্রমাণিত হলে পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, রবিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর প্রশাসনিক ভবনে চড়াও হয় শাবির ছাত্রলীগের নেতাকর্মীরা।