![]() |
| চামড়ার দাম নির্ধারণ |
নিউজ ডেস্কঃ ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা, ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০-৪৫ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২০-২২ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ১৫-১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার চামড়া ব্যবসায়ী ৩ সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর দাম নির্ধারণ করে সরকার। গত বছর চামড়ার দাম ছিল ঢাকায় প্রতি বর্গফুট ৬৫-৭০ ও ঢাকার বাইরে ৬০-৬৫ টাকা। চামড়া ব্যবসায়ী ৩ সংগঠনের নেতারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়ার দাম কমে যাওয়ায় গতবারের তুলনায় এবার কোরবানির পশুর চামড়ার দাম কম নির্ধারণ করা হয়েছে।
