ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ ও প্রবাসী সংবর্ধনা

 ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ ও প্রবাসী সংবর্ধনা
নিউজ ডেস্কঃ হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া স্টেশন চৌমূহনা রোডস্থ আল মদিনা হোটেলের স্মৃতি পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্মৃতি পরিষদের সহ সভাপতি শওকতুল হোসেন শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্ঠা শাহ সূফী মোহাম্মদ দরবেশ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি প্রবাসী সুলতান আহমদ, মাওঃ হাবিবুর রহমান হাছানী, হাফিজ সামছুল ইসলাম, সাংবাদিক ও ব্যবসায়ী এইচডি রুবেল, আতিকুর রহমান আখই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ সাইদুল ইসলাম, মাওঃ নজরুল ইসলাম, আব্দুস শহীদ, জামিল আহমদ, জাকির হোসেন, আব্দুল মুমিন, এবাদুর রহমান, আব্দুল্লাহ, নজরুল ইসলাম, হানিফ সহ স্মৃতি পরিষদের দায়িত্বশীল সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুশ শুকুর ছরকুম, পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী জাকির হোসেন, নাতে রসুল পেশ করেন শিল্পী নাঈম আহমদ। অনুষ্ঠান শেষে প্রবাসী মোঃ সুলতান আহমদকে সম্মাননা ক্রেস্ট ও ৭৫ জন গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post