চাকুরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন ২২-ঘ বাতিলের দাবিতে সিএইচসিপিদের স্মারকলিপি প্রদান

চাকুরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন ২২-ঘ বাতিলের দাবিতে সিএইচসিপিদের স্মারকলিপি প্রদান
চাকুরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন ২২-ঘ বাতিলের দাবিতে সিএইচসিপিদের স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্কঃ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকুরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন ২২-ঘ বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় কুলাউড়া উপজেলার সিএইচসিপিদের পক্ষ থেকে বুধবার কুলাউড়া উপজেলা চেয়ারম্যান জনাব আ স ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাছান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহি উদ্দিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত সিএইচসিপি কুলাউড়া উপজেলা কমিটির উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিএইচসিপি এসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম উসমানী, সিলেট বিভাগীয় এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ কে এম জাবের, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদিকা জান্নাত জামান, সিএইচসিপিআমিনুল ইসলাম, বিজিত, আবুল হোসেন, রিয়াজ উদ্দিন, অঞ্জন কান্তি দে, সুশান্ত , প্রমুখ।
উল্লেখ্য, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, মা ও শিশু মৃত্যুর হার কমানো এবং নবজাতকের প্রাথমিক চিকিৎসার জন্য ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৩ হাজার ৬৮১টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে। পরে বিএনপি সরকার ওই সব ক্লিনিক বন্ধ করে দেয়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও ক্লিনিকগুলো চালু করে। পরে এসব ক্লিনিকে একজন করে মোট ১৩ হাজার ৬৮১ জনকে সিএইচসিপি পদে নিয়োগ দেয়।

Post a Comment

Previous Post Next Post