কোহলির নেতৃত্বে ২২ বছর পর শ্রীলংকার মাটিতে সিরিজ জিতল ভারত

কোহলির নেতৃত্বে ২২ বছর পর শ্রীলংকার মাটিতে সিরিজ জিতল ভারত
মোহাইমিনুল ইসলাম মাহিনঃ প্রায় দুই যুগ পর শ্রীলংকার মাটিতে টেস্টে সিরিজ জিতল ভারত। মঙ্গলবার কলম্বোয় তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ১১৭ রানে হারিয়েছে কোহলির ভারত। মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বিদেশে প্রথম টেস্ট সিরিজ জিতল ভারত। আজহার উদ্দিনের পর কোহলির আগে ছয়জন টেস্ট অধিনায়ক পেয়েছে ভারত যাদের কেউই প্রতিবেশি দেশে গিয়ে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাতে পারেননি। দ্বীপদেশটিতে সর্বশেষ ১৯৯৩ সালে সিরিজ জিতেছিল ভারত, দীর্ঘ ২২ বছর ধরে ভারতের প্রথম ও শেষ টেস্ট সিরিজ জয় ছিল সেটি। বহুল আকাঙ্ক্ষিত এ জয়ের মাধ্যমে তাই ভারতের ক্রিকেট ইতিহাসে স্থান করে নিয়েছেন বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড এখন ২-২-২ অর্থাৎ তার নেতৃত্ব ছয়টি ম্যাচ খেলে দুটি জয় ও দুটি হারের পাশাপাশি দুটি ম্যাচ ড্র করেছে ভারত। মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ৩৮৬ রানের লক্ষে ব্যাট করতে নামে স্বাগতিকরা। অধিনায়ক অ্যঞ্জেলো ম্যাথিউজের ১১০ রানের ইনিংসও দলের হার এড়াতে পারেনি। পঞ্চম দিন চা বিরতির পর ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা। এর আগে গলে ৬৩ রানে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে যায় লংকানরা। তবে সাঙ্গাকারার বিদায়ী টেস্টে কলম্বোয় ২৭৮ রানের বিশাল জয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। আর শেষ টেস্ট জিতে ষোলকলা পূর্ণ করে সফরকারীরা।

Post a Comment

Previous Post Next Post