আরো একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলেগেলেন - হানিফ সংকেত

হানিফ সঙ্কেতের স্টেটাস থেকেঃ  আরো একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলেগেলেন-ডাঃ এড্রিক বেকার। পুরো নাম ডাঃ এড্রিক সাজিশন বেকার। আজ দুপুর ২টায় তিনি তার প্রতিষ্ঠিত ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এড্রিক বেকার গ্রামের সবার কাছেই ‘ডাক্তার ভাই’ হিসেবে পরিচিত ছিলেন। ৩৫ বছর ধরে ভিনদেশী এই মানুষটি দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন টাঙ্গাইলের মধুপুর গড়ে। আর এজন্যে তিনি সেখানে চার একর জায়গার উপর গড়ে তোলেন ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’। ২০১১ সালের ডিসেম্বর মাসে আমরা ‘ইত্যাদি’তে তার উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। গ্রামবাসীর দাবীর সঙ্গে আমরাও তাকে নাগরিকত্ব প্রদানের জন্য অনুরোধ করেছিলাম। গত বছর (৫ আগষ্ট ২০১৪) এড্রিক বেকার বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। আর্তমানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান এড্রিক বেকার ছিলেন তাদেরই একজন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

Post a Comment

Previous Post Next Post