![]() |
অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী |
নিউজ ডেস্কঃ বড়লেখা উপজেলার প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্টাকালিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অরুন কুমার চক্রবর্তী। অধ্যক্ষ কাওছার হোসেন অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক অরুন কুমার চক্রবর্তী। ৩১ আগস্ট সোমবার অরুন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের প্রাক্কালে এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ অরুন চক্রবর্তী জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপিসহ বড়লেখাবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বড়লেখাবাসীর দীর্ঘদিনের দাবী বড়লেখা ডিগ্রি কলেজ সরকারী করন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক তথা সকলের সহযোগিতা কামনা করেছেন। অরুন কুমার চক্রবর্তী ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর কুলাউড়া উপজেলার সিংগুর বরমচাল গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা অশ্বিনী কুমার চক্রবর্তী ও মাতা সিমান্তিনী চক্রবর্তী। দাম্পত্য জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ১৯৭৭ সনে এসএসসি, ১৯৭৯ সনে এইচএসসি, ১৯৮২ সনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স এবং ১৯৮৩ সনে কৃতিত্বের সাথে মাষ্টার্স পাশ করেন। অধ্যাপক অরুন কুমার চক্রবর্তী অধ্যাপনা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি আন্তর্জাতিক স্বীকৃত বিশ্বিবিদ্যালয় থেকে ধর্মীয় শাস্ত্রে উপাধিপ্রাপ্ত ও অনাথ শিশু সনদ, দাতব্য চিকিৎসালয়সহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বড়লেখা ডিগ্রি কলেজে যোগদানের পূর্বে তিনি খন্ডকালীন শিক্ষক হিসেবে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজ, শ্রীপুর সিনিয়র মাদ্রাসা, বড়লেখা মুহাম্মদিয়া মাদ্রাসা ও এশিয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।