কুলাউড়ায় মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদসহ ১০ গুণী শিক্ষককে সংবর্ধনা

তাজুল মোহাম্মদসহ ১০ গুণী শিক্ষককে সংবর্ধনা
নাজমুল বারী সোহেল / মাহফুজ শাকিলঃ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের উদ্যোগে ১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযুদ্ধের গবেষক, লেখক সাংবাদিক তাজুল মোহাম্মদ ও কুলাউড়া উপজেলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অবসরপ্রাপ্ত ১০ জন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গুণী শিক্ষকরা হলেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আমান উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক আহমদ চৌধুরী (মরণোত্তর), করবী রঞ্জন চক্রবর্তী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাফাত উদ্দিন আহমদ, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদ উল্লাহ, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাশুক, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাও. আব্দুর রহিম চৌধুরী , নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল চন্দ্র দেব, গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার নজরুল ইসলাম মিটুপুরী, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. হাবিবুর রহমান (মরণোত্তর)। অনুষ্টানের শুরুতে মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ ও অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক ও প্রবাসী কমিউনিটি নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা। এছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান নজরুল, আমেরিকা প্রবাসী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ রফিককে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সাংবাদিক মোঃ মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম তনয়ের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বাংলাভিশন জেলা প্রতিনিধি হুমায়েদ আলী শাহীন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সৈয়দ আকমল হোসেন নিপু, সাংবাদিক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক আনহার আহমদ শমসাদ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি হাসনাত কামাল, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কাদিপুর ইউপি চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ বাবুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সমিতির উপদেষ্ঠা আব্দুল বাছিত বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক মানজুরুল হক, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল খালিক, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, কুলাউড়া শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, জুড়ী টিএইচ খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, অবসরপ্রাপ্ত সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোজাম্মেল আহমদ, সীমান্তের ডাকের পরিচালনা পর্ষদের সদস্য মাছুম করিম টিটু, সাউথইস্ট ব্যাংকের সিনিয়র অফিসার সুয়েবুর রহমান, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলতাফ হোসেন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ দুদু মিয়া, আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিক মিয়া, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদিকুর রহমান, অগ্রণী ব্যাংকের ভূকশিমইল শাখার ব্যবস্থাপক প্রদীপ কান্ত দেব, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বৈয়তুল আলী, সাবেক ছাত্রনেতা আজমল আলী শামীম। সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মু. ইমাদ উদ-দীন, সহ-সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, নির্বাহী সদস্য ও দৈনিক নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য সৈয়দ আশফাক তানভীর, শেখ রুয়েল, আব্দুল আহাদ, সদস্য নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল প্রমুখ। উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজল দেবনাথ, সব্যসাচী লেখক নুরুল ইসলাম ইমন, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, মৌলভীবাজার জেলার প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ খালেদ আহমদ, জেলা তালামীযের সহ-সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ, সিপিএ’র সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, প্রবাসী সাংবাদিক আতিকুর রহমান আখই, দৈনিক সিলেটের ডাকের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সীমান্তের ডাকের ভাটেরা প্রতিনিধি শাকিল সিদ্দিকী খালেদ, পৃথিমপাশা প্রতিনিধি হাসান আল রাজু, রাউৎগাঁও প্রতিনিধি এস এইচ সৈকত, সংলাপের রিপোর্টার সাব্বির হোসেন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, কুলাউড়া সংবাদের সম্পাদক জাফর আহমদ দিনার, জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মাও. মতিউর রহমান, ঠিকানা ক্লাবের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রাজন, রবিরবাজারের ব্যবসায়ী শাহজাহান আহমদ।

Post a Comment

Previous Post Next Post