নিউজ ডেস্কঃ কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর জ্যেষ্ট ভ্রাতা পাকিস্তান প্রবাসী অবসরপ্রাপ্ত মেজর মোঃ আব্দুল হাই চৌধুরী সোমবার ০৩ আগষ্ট সকাল ১০টায় করাচির হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরে ঐদিন বাদ এশা তার জানাযার নামাজ সম্পন্ন হওয়ার পর করাচিতে তাকে দাফন করা হয়। উল্লেখ্য মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঘাগটিয়া নিবাসী অবসরপ্রাপ্ত সার্কেল অফিসার (রাজস্ব) মরহুম মোঃ আব্দুর রশীদ চৌধুরীর বড় ছেলে অবসরপ্রাপ্ত মেজর মোঃ আব্দুল হাই চৌধুরী তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে পাকিস্তানে চাকুরীরত অবস্থায় অবসর গ্রহন করে করাচিতে স্থায়ীভাবে বসবাস করেন। গত ২৯ জুলাই তিনি বাইপাস অপারেশনের জন্য করাচির হৃদরোগ হাসপাতালে ভর্ত্তি হন ও পরদিন তার শরীরে সফল অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।