![]() |
কুলাউড়ায় ফ্রি সেলাই প্রশিক্ষনের উদ্বোধন |
তারেক হাসান: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারের দাউদপুরে গত ২ আগষ্ট রোববার বিকেল ৪টায় পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নারী কল্যান সংস্থার উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নারী কল্যান সংস্থার উপদেষ্টা মোঃ বদরুল হোসেন খানের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ রমজান আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এলাকার স্কুল-কলেজের ছাত্রী, বেকার যুবতী নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ফ্রি সেলাই প্রশিক্ষনের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর ও প্রশিক্ষক খুরশীদা আক্তার, পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নারী কল্যান সংস্থার প্রশিক্ষক মিতা মোদক ও সংস্থার সাধারন সম্পাদক সাজনা বেগম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি এনজিও সংস্থা এবং সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে দেশ তথা এলাকা উন্নত হবে। তিনি পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নারী কল্যান সংস্থার উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষনের মাসব্যাপী আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে মনিটরিংসহ সার্বিক সহযোগিতার আস্বাস প্রদান করেন।