![]() |
রাস্তায় জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু |
অনলাইন ডেস্কঃ রাজধানীর কাঁঠালবাগানে রাস্তায় জমে থাকা পানিতে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকেই বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কিন্তু, কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। মীমের বাবা ইসমাইল জানান, শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে মীমকে বিছানায় না দেখে তিনি মেয়েকে খুঁজতে বের হন। মীম তার দাদার বাসায় গেছে বলে স্থানীয় একজন তাকে জানায়। এ খবর শুনে ইসমাইল তার বাবার বাসায় গিয়ে মীমকে না পেলে শুরু হয় খোঁজা-খুঁজি। এর কিছুক্ষণ পরে গলিতে জমে থাকা পানিতে ভেসে উঠে মীমের লাশ। স্থানীয়দের অভিযোগ, মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেই সরু গলিতে পানি জমে যায়। কোমর সমান নোংরা পানির মধ্য দিয়ে চলাফেরা করতে হয়। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেয় না বলে জানান তারা। তিন ভাই-বোনের মধ্যে মীম ছিলো সবার বড়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুত্রঃ সময় নিউজ