আজ শুরু হচ্ছে লা লিগার ২০১৫-১৬ মৌসুম

আজ শুরু হচ্ছে লা লিগার ২০১৫-১৬ মৌসুম
আজ শুরু হচ্ছে লা লিগার ২০১৫-১৬ মৌসুম
আমিন জাহানঃ আজ থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লিগ- লা লিগার ২০১৫-১৬ মৌসুম। মেসি নেইমার, রোনালদোদের জন্য এই আসর এখন ফুটবল ভক্তদের কাছে আলাদা গুরুত্ব পায়। এছাড়া, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদের মত ক্লাব থাকায় সমর্থকদের জন্য এই লিগ মানেই রোমাঞ্চকর লড়াই। প্রথম দিনে সেভিয়া - মালাগার ম্যাচ দিয়ে এবারের মৌসুমের প্রিমেরা লিগের ফুটবলীয় যুদ্ধ শুরু হচ্ছে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে বারোটায়। ইউরোপিয়ান ফুটবল লিগের মধ্যে লা লিগা এখন সবচেয়ে বেশি জমজমাট। বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ক্লাব, সবচেয়ে দামি ফুটবলার খেলে থাকেন এ লিগে। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি, রোনালদো, নেইমার, সুয়ারেজ, বেল, বেনজেমারা খেলেন এ লিগে। সেই সঙ্গে সময়ের অন্যতম সেরা কোচ লুই এনরিকে, বেনিতেজ, দিয়াগো সিমিওনে কৌশল সাজান এই লিগে। তাই বিশ্ব ফুটবলে লা লিগায় মানেই আলাদা রোমাঞ্চ। আবারো ফুটবল ভক্তদের সামনে আসছে সেই লড়াই দেখার সুযোগ।  তবে, এবারও শিরোপার লড়াইটা হবে রিয়াল, বার্সা ,অ্যাতলেতিক মাদ্রিদ,ভ্যালেন্সিয়া কয়েকটি দলের মাঝে। লা লিগায় এবার দ্বিতীয় বিভাগ থেকে সুযোগ পেয়েছে রিয়াল বেতিস,স্পোর্টিং গিজন, লা পালমাস। এখন পর্যন্ত আসরে সবচেয়ে বেশি ২৮৬ গোল করেছেন বার্সা তারকা মেসি। লা লিগায় সবচেয়ে বেশি ৩২ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে, বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

Post a Comment

Previous Post Next Post