৬ষ্ঠ দিনেও ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা

৬ষ্ঠ দিনেও ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা
৬ষ্ঠ দিনেও ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা (ফাইল ফটো)
নিউজ ডেস্কঃ পুণ্যভূমি সৌদিআরব যেতে আজ ৬ষ্ঠ দিনের মত ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা।  বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৫টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি পরিচালনায় ১২টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে, সরকারী ব্যবস্থাপনায় ৬ টি ফ্লাইট এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এখনো ভিসা জটিলতার কারণে ১৪৮ জন হজযাত্রী সরকারিভাবে সৌদি যেতে পারে নি। তাদেরকে শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে এবং ২৬ তারিখে আরেকটি হজ্ব ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদেরকে সৌদি আরব পাঠানো হবে বলে জানালেন হজ অফিসের পরিচালক, আবু সালেহ মোস্তফা কামাল। এছাড়া, হজ ক্যাম্প এজেন্সির প্রতারণা এবং হজ এজেন্সির অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন হজ যাত্রীরা। গত ১৬ আগস্ট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট।

Post a Comment

Previous Post Next Post