আজ রক্তাক্ত ২১ আগস্ট

আজ রক্তাক্ত ২১ আগস্ট
আজ রক্তাক্ত ২১ আগস্ট
নিউজ ডেস্কঃ আজ সেই ২১শে আগস্ট। ২০০৪ সালের এই দিনেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে হয়েছিল ভয়াবহ গ্রেনেড হামলা। সেই হামলায়, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ নিহত হয়েছিলেন ২৪ জন। সেই হামলায় নিহতদের স্মরণে গত রাত ১২টা এক মিনিটে বঙ্গবন্ধু এভিনিউতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এর আগে, ঠিক বারোটায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। টানা ২৪ মিনিট মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় নিহতদের। নিহতদের অনেক স্বজনও এই স্মরণ অনুষ্ঠানে যোগ দেন। এ ধরণের ঘৃণ্য হামলা ঘটনার আবারো নিন্দা জানানো হয়। ২০০৪ সালের এই দিনে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশেই চালানো হয় এই নৃশংস গ্রেনেড হামলা।

Post a Comment

Previous Post Next Post