নিউজ ডেস্কঃ শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে আরো ২৫ বছর নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সেতুটির নির্মাণ ইতিহাস নিয়ে উচ্চ পর্যায়ের প্রকৌশলী জরিপ কাজ শুরু হয়েছে। জরিপের পর নিশ্চিত হওয়া যাবে নতুন করে সেতু নির্মাণ করা হবে কিনা। রবিবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের রেস্টহাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান বুয়েট ও রেলওয়ের প্রকৌশলীরা। সভায় প্রকৌশলীরা বলেন, দেশের যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিজটিকে কিভাবে আরো দীর্ঘদিন টিকিয়ে রেখে ব্যবহার করা যায় সেসব বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ কাজ চলছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রকৌশলীরা বলেন, হার্ডিঞ্জ ব্রিজ যেভাবে নির্মাণ করা হয়েছে তাতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বা পদ্মা নদী থেকে বালু উত্তোলনে কোনো হুমকি হবে না। এজন্য নদীর গতি প্রকৃতিও নিরীক্ষা করে দেখা হচ্ছে। হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্রিজের বর্তমান অবস্থা দেখতে দুপুরে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এসময় তার নেতৃত্বে জাপান, স্পেন, হাঙ্গেরির উচ্চ পর্যায়ের ৯ জনসহ ৪০ জন প্রকৌশলী ছিলেন। এরপর রেলওয়ের রেস্টহাউজে প্রকৌশলী ও সাংবাদিকদের সাথে হার্ডিঞ্জ ব্রিজের অতীত-বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বুয়েটের উপাচার্য ড. জামিরুল রেজা চৌধুরী, প্রকৌশলী ড. অমিতাভ ঘোষাল, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ের প্রধান প্রকৌশলী মাহবুবুল হক বকশী প্রমুখ।