মিঠুন আসছেন ‘জন্মভূমি’তে

মিঠুন আসছেন ‘জন্মভূমি’তে
বিনোদন ডেস্ক : মিঠুন চক্রবর্তী বাংলাদেশের ছেলে। তার জন্মভূমি এই বাংলাদেশ। কিন্তু তিনি বলিউড এবং টালিউডের দাদা। কাঁপিয়েছেন সে দেশের পর্দা। এদিকে তিনি বাংলাদেশের ছেলে হলেও হাতেগোনা কয়েকটি বাংলাদেশী ছবিতে অভিনয় করেছেন। তবে নতুন খবর হলো পরিচালক হাসান জাকীর ও রাশিদ পলাশের যৌথ পরিচালনায় ‘জন্মভূমি’ ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। এ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক হাসান জাকির। ছবিটি পূন্য ফিল্মের ব্যানারে নির্মিত হবে। ছবিটির শুটিং হবে বাংলাদেশ ও বেঙ্গালুরুতে। এ বছরের ডিসেম্বরের দিকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সময়টা ১৯৪৭। একজন তুখোর বাম রাজনৈতিক নেতা ও সাংবাদিক মিঠুন চক্রবর্তী। যার চিন্তা চেতনা ধ্যান-ধারনা লালন পালন সবই দেশকে নিয়ে। দেশের জন্যে তিনি সবকিছু করতেই প্রস্তুত। কিন্তু এরমধ্যেই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়ে যায়। মিঠুনের পরিবারের সবাই দেশ ছেড়ে চলে যায়। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, কেন এ দেশ ছেড়ে চলে যাবো? এ দেশতো আমারই। এমনই গল্প দেখা যাবে ‘জন্মভূমি’ ছবিতে। রাশিদ পলাশ জানিয়েছেন, ‘ছবির গল্পে ১৯৪৫ থেকে ১৯৭১ এর পর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। ছবিতে অন্যান্য যে আর্টিষ্ট অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বেশকিছুদিন আগে মিঠুন দাদাকে আমরা ছবির চিত্রনাট্য পাঠিয়ে ছিলাম। এরপর আর সেভাবে কোন ধরনের সাড়া পাচ্ছিলাম না। কিন্তু দাদা আজ চূড়ান্ত করেছেন তিনি আমাদের এ ছবিতে অভিনয় করবেন।’ ছবিতে কয়টি গান থাকছে বা করা গানগুলো লিখেছেন বা গাইবেন? এ প্রশ্নের উত্তরে রাশিদ পলাশ জানান, ‘আমরা বর্তমানে ছবিটির অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করার কাজ চলছে। এছাড়া প্রি-প্রোডাকশনের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ বিষয়ে খুব শিগগিরই জানাতে পারবো।’

Post a Comment

Previous Post Next Post