সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার

সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার
অনলাইন ডেস্কঃ যাত্রাবাড়ি থানার নাশকতার তিন মামলায় রাজধানীর পান্থপথের এক সভা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে। মঙ্গলবার দুপুরের পর তাকে নিম্ন আদালতে নেয়ার কথা রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলন আয়োজন করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনাত্তর সভা। এখানে যোগ দেন সাংবাদিক শওকত মাহমুদ। সভাস্থল থেকে সাদা পোশাকের পুলিশ আটক করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টাকে। আটকের পর শওকত মাহমুদকে নেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। এদিকে শওকত মাহমুদের সঙ্গে দেখা না করতে দেয়ার অভিযোগ করেছেন তার পরিবার। সর্বশেষ, সোমবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো'তে অংশ নিয়েছিলেন তিনি।

Post a Comment

Previous Post Next Post