শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন: পরাজয় স্বীকার করে নিয়েছেন রাজাপাকশে

 পরাজয় স্বীকার করে নিয়েছেন রাজাপাকশে
 পরাজয় স্বীকার করে নিয়েছেন রাজাপাকশে
নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের দল ইউনাইটেড পিপলস' ফ্রিডম অ্যালায়েন্স- ইউপিএফএ প্রাথমিক ফলাফলে ২২টি আসনের মধ্যে ১১টি জেলায় ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি-ইউএনপি ও ৮টি জেলায় ইউপিএফএ জয়ী হয়েছে। ফলাফল না পাওয়া বাকি ৩টি জেলা তামিল অধ্যুষিত হওয়ায় সেখানেও সিরিসেনার ইউএনপি জয় পাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইউএনপি এগিয়ে থাকলেও একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না বলে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য অন্য ছোটদলগুলোকে নিয়ে সিরিসেনার দলকে জোট করতে হবে।

Post a Comment

Previous Post Next Post