নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন; শাহ পরীর দ্বীপের সবার জীবনেই রয়েছে মানবপাচারের প্রভাব

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন
অনলাইন ডেস্কঃ মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের শাহ পরীর দ্বীপের বাসিন্দাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে মানবপাচারের প্রভাব রয়েছে। সেখানকার গ্রামের সহজ সরল মানুষদের ভুলিয়ে-ভালিয়ে নয়তো জোর করে তুলে নিয়ে যাচ্ছে পাচারকারীরা-- সম্প্রতি এমনটাই উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে।শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই জনপদের বাসিন্দাদের বেশিরভাগই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র কয়েকমাস আগে এই অভিবাসী সংকটের চিত্র প্রকাশিত হলেও আদতে শাহ পরীর লোকজন কয়েক বছর ধরে এই সমস্যার মধ্যে রয়েছে। পাচারকারীরা নৌবাহিনীর চোখে ধুলা দিতে মাছ ধরার নৌকা ব্যবহার করে বলেও জানায় তারা। বহু নতুন লোকজন এখন এই চক্রের সাথে জড়িয়ে পড়ছে। এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও সেখানেই আশ্রয় নেয়ায় সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়াচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

Post a Comment

Previous Post Next Post