ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের জাকির

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের জাকির
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে মৌলভীবাজারের জুড়ি উপজেলার কৃতি সন্তান মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আনন্দের বন্যা বইছে। জাকির মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মৌলভী মোঃ আব্দুল জলিলের পুত্র। ২৬ জুলাই রাতে ফলাফল ঘোষনা হওয়ার পর জুড়ী উপজেলাবাসী দলমত নির্বীশেষে এবং আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন এবং ছাত্রলীগের মধ্যে আনন্দ উল্লাস বইছে। অনেকে ঘরোয়া পরিবেশে মিষ্টি বিতরন করেন। নতুন সাধারণ সম্পাদক জাকির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলেন। জাকির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোববার ২৬ জুলাই সারা দেশের কাউন্সিলাররা ভোটের মাধ্যমে ছাত্রলীগের সারা দেশের ১১১টি ইউনিটের কাউন্সিলাররা প্রার্থিতা প্রত্যাহারের পর সর্বশেষ হিসেবে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা কারীর মধ্যে শীর্ষ দুই পদে পছন্দের প্রর্থীদের ভোট দেন। সব মিলিয়ে ভোটার ছিলেন তিন হাজার ১৩৮ জন। তাদের মধ্যে দুই হাজার ৮১৯ জন দিনভর স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গনতান্ত্রিক ভাবে গণনা শেষে রাত আটটা ৯ মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুন্ড। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এ দিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারন সম্পাদক সাইফুর রহমান রনি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও মৌলভীবাজারের জুড়ী উপজেলা কৃর্তি সন্তান সাধারন সম্পাদক নির্বাচিত হওয়া অভিনন্দন জানান ও মিষ্টি বিতরন করেন । উল্লেখ্য, শনিবার ২৫ জুলাই বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Post a Comment

Previous Post Next Post