মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের ওরিয়েন্টেশন সম্পূর্ণ

মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের ওরিয়েন্টেশন সম্পূর্ণ
হোসাইন আহমদঃ রিজাল্টের চেয়ে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। পরীক্ষায় শুধু ভাল ফলাফল করলে চলবে না তার পাশাপাশি নৈতিকতা ও মেধার সমন্বয়ে নিজেকে গঠন করতে হবে। দাীয়ত্বশীলতা ছাত্রকে সচেতন করে তুলে। আজকে তোমরা যারা ছাত্র তোমাদেরকে ভাল মানুষ হতে হবে কারণ আগামীতে তোমরাই দেশ ও জাতিকে পরিচালনা করবে। গতকাল মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের ২০১৫ সেশনের নবীন বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরের কথা গুলো বলেছেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম। অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মোঃ সিতাব আলীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান শাহরিয়ার আলম সিপার, ব্যবস্থাপক এইচ এম আলাউদ্দিন, ডিরেক্টর শিপন আহমদ পাপ্পু। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন গণিত প্রভাষক দেবতোষ সিংগ চৌধুরী, রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক তাহমিনা আক্তার জাহান, অর্থনীতি প্রভাষক পংকজ কান্তি চক্রবর্ত্তী, বাংলা প্রভাষক সেলিনা ফেরদৌস, হিসাব বিজ্ঞান প্রভাষক হেলাল আহমদ, জীব বিজ্ঞান প্রভাষক করিম মিয়া, ইংরেজি প্রভাষক মাসুম আহমদ, ইসলাম শিক্ষা প্রভাষক হাফেজ তাজুল ইসলাম, রসায়ন শিক্ষা প্রভাষক নওশীন ফেরদৌস, আই, সিটি প্রভাষক সাইফুর রহমান, পদার্থ বিজ্ঞান সাইদুল ইসলাম প্রমুখ। এছাড়া নবীব বরণ অনুষ্টানে অভিবাবক, সাংবাদিক, নবাগত, বর্তমান এবং সাবেক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post