মাদুরিতে নেয়া হয়েছে এ পি জে আবদুল কালামের মরদেহ

মাদুরিতে নেয়া হয়েছে এ পি জে আবদুল কালামের মরদেহ
অনলাইন ডেস্কঃ ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দিল্লী থেকে তামিলনাড়ুর মাদুরিতে নেয়া হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মরদেহ। সেখান থেকে বিকেলে হেলিকপ্টারে করে জন্মস্থান রামেশ্বরম গ্রামে নেয়া হবে তাকে। এখানেই বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত হবেন এ পি জে আবদুল কালাম। এর আগে মঙ্গলবার শিলং থেকে দিল্লীর পালাম বিমানবন্দরে নিয়ে আসা হয় ভারতের সাবেক এই রাষ্ট্রপতির মরদেহ। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তিন বাহিনী প্রধান। গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য দিল্লীর নিজ বাসভবনে নেয়া হয় মরদেহ। সেখানে মহান এ বিজ্ঞানীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় লোকসভায়। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের ১১তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এ পি জে আবদুল কালাম।

Post a Comment

Previous Post Next Post