কুলাউড়ায় উপজেলায় ৪ সফল মৎস্যচাষি পুরস্কৃত

কুলাউড়ায় উপজেলায় ৪ সফল মৎস্যচাষিকে পুরস্কৃত
নিউজ ডেস্কঃ ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৪ সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয় । মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ৪ সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করেছে কুলাউড়া সিনিয়র মৎস্য অধিদপ্তর। পুরস্কারপ্রাপ্তরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সমাজ সেবক ও মৎস্যচাষী নওয়াব আলী সজ্জাদ খান, কর্মধা ইউনিয়নের শ্রী কৃষ্ণ নাইডু, কুলাউড়া সদর ইউনিয়নের প্রর্তাবী গ্রামের মোঃ আমজাদ হোসেন ও বরমচাল ইউনিয়নের আলী নগর গ্রামের মোঃ আমিন। কুলাউড়া সিনিয়র মৎস্য অধিদপ্তর থেকে তাদের প্রত্যেকেই একটি করে সুদৃশ্য ক্রেস্ট ও সদন প্রদান করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিবের পরিচালনায় জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহনেয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, উপজেলা ইউসিসি লিঃ এর চেয়ারম্যান ফজলুল হক ফজলু, বরমচাল ইউপি পরিষদের চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন । উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ জানান , স্থানীয়ভাবে মৎস্যচাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও মৎস্য চাষে অবদান রাখায় ৪ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post