কুলাউড়া উপজেলায় শ্রেষ্ঠ এসএম সি’র সভাপতি সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ

কুলাউড়া উপজেলায় শ্রেষ্ঠ এসএম সি’র সভাপতি সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ
খালেদ পারভেজ বখ্শ
নিউজ ডেস্কঃ প্রাথমিক বিভাগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি সাংবাদিক মোঃ খালেদ পারভেজ বখশ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫, কুলাউড়া মৌলভীবাজারের বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম এবং বাছাই কমিটির সদস্যগন কর্তৃক ৩০জুলাই বৃহস্পতিবার এক পত্রে কুলাউড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে ও স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করা হয়। গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বাছাই কমিটির সদস্যেদের উপস্থিতিতে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাথমিক বিভাগের বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহন কারীদের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন পদে সিদ্বান্ত গ্রহন করা হয়। বাছাই কমিটির সিদ্বান্ত অনুযায়ী কুলাউড়া উপজেলায় শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন, জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি)’র সভাপতি মোঃ খালেদ পারভেজ বখ্শ, শ্রেষ্ট প্রধান শিক্ষক চুনঘর সরকারী প্রাঃ বিদ্যালয়ের মোঃ জয়নাল আবেদীন ও শ্রেষ্ট প্রধান শিক্ষিকা কুলাউড়া গ্রাম মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের হাছনা বেগম, শ্রেষ্ঠ বিদ্যালয় বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী কাদিপুর ইউপি সদস্য চুনঘর নিবাসী দীপু ধর, শ্রেষ্ঠকাব শিক্ষক পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তাভট্টাচার্য্য, শ্রেষ্ঠ কাব শিশু পাবই, মনু, প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তানিয়া বেগম । শিক্ষানুরাগী সাংবাদিক মোঃ খালেদ পারভেজ বখশ, সমাজসেবার পাশাপাশি তিনি মৌলভীবাজার অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকা আমাদের সময়, বাংলা অনলাইন কুলাউড়ার দর্পনের এডিটর, ঢাকা জালালাবাদ সমিতির সদস্য, মৌলভীবাজার রোটারী ক্লাব অব মিড টাউন এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রুদ্রবীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের সদস্য, শিল্পকলা একাডেমীর সদস্য, নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলন সংস্থার উপদেষ্টাসহ সরকারী বিভিন্ন উন্নয়ন মূলক কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post