রাজন হত্যাকাণ্ড: তদন্ত কমিটির চারশ' পৃষ্ঠার প্রতিবেদন জমা

রাজন হত্যাকাণ্ড: তদন্ত কমিটির চারশ' পৃষ্ঠার প্রতিবেদন জমা
রাজন হত্যাকাণ্ড: তদন্ত কমিটির চারশ' পৃষ্ঠার প্রতিবেদন জমা
নিউজ ডেস্কঃ সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটি চারশ' পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে এ প্রতিবেদন জমা দেন এডিশনাল কমিশনার রোকন উদ্দিন। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বৃহস্পতিবার রাতেই এ তথ্য নিশ্চিত করেন। তবে চারশ' পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এমনকি পাশবিকভাবে হত্যার ঘটনাটি ভিডিও করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। পরে এ বিষয়ে একটি মামলা করেন তার বাবা। হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জন গ্রেফতার ও একজন আটক রয়েছেন। এছাড়া, ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন ৭ জন। এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে রোকন উদ্দিনকে প্রধান করে ১৪ জুলাই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Post a Comment

Previous Post Next Post