কুলাউড়ায় অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

কুলাউড়ায় অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার
কুলাউড়ায় অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার
তারেক হাসান: কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কছমা বীল থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৪ জুলাই শুক্রবার বিকেল ৪টায় ভুকশিমইল মাদ্রাসা সংলগ্ন কছমা বীল থেকে ভাসমান অবস্থায় মৃত দেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুকশিমইল মাদ্রাসার নিকটে কছমা বীলে স্থানীয়রা শুক্রবার দুপুরে ভাসমান আবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী কেউ লাশটি সনাক্ত করতে পারেনি। পুলিশ জানায় তার গলায় ফাঁসের চিহ্ন ও পা বাধা অবস্থায় ছিলো।

Post a Comment

Previous Post Next Post