বেরসিক বৃষ্টি; চট্টগ্রাম টেস্ট ড্র

বেরসিক বৃষ্টি; চট্টগ্রাম টেস্ট ড্র
বেরসিক বৃষ্টি; চট্টগ্রাম টেস্ট ড্র
আমিন জাহানঃ শেষ পর্যন্ত টানা বৃষ্টির কারণে ড্রই হলো চট্টগ্রাম টেস্ট। হলোনা কোন উত্তেজনা। অথচ টানা তিনদিন চালকের আসনে থাকা বাংলাদেশকে অনেকেই জয়ের দ্বারপ্রান্তে দেখছিলেন। খেলা হলে হয়তো তুমুল উত্তেজনা হত। কিন্তু সব আশায় জল ঢেলে দিল বেরসিক বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম টেস্ট ড্র করলো বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আটটি টেস্টেই হেরেছিল টাইগাররা যার সাতটিই আবার ইনিংস ব্যবধানে। বৃষ্টির কারণে ড্র হলেও শুরু থেকেই এই ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল টাইগাররা। যদিও তৃতীয় দিনের শেষ সেশনে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। দক্ষিণ আফ্রিকার মত শক্তিধর দলের বিপক্ষে ড্রকে খুব ভালো ফলাফল মানবেন সবাই। বৃষ্টিকে আশীর্বাদ মানলেও এই ড্রয়ে টাইগারদের কৃতিত্বও কম নয়। এর আগে আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছিল। এরপর থেকেই টানা বৃষ্টিতে বল আর মাঠে গড়ায় নি। তাই আম্পায়াররা চট্টগ্রাম টেস্টকে ড্র ঘোষণা করতে বাধ্য হন। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়ারা ৬১ রান সংগ্রহ করে। ফলে ১৭ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৮ ও বাংলাদেশ ৩২৬ রান করে।

Post a Comment

Previous Post Next Post