চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত

চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত
চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত
আমিন জাহানঃ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। বৃষ্টি ও স্বল্প আলোর জন্য গতকালও ২৫ ওভার খেলা কম হয়েছে। স্বাগতিক বাংলাদেশের চেয়ে ১৭ রানে পিছিয়ে থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করার কথা ছিলো প্রোটিয়াদের। টাইগারদের প্রথম ইনিংসে ৩২৬ রানের জবাবে, তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিলো বিনা উইকেটে ৬১ রান। এর আগে তৃতীয় দিনের সাকিব-লিটন জুটির ব্যাটিং দৃঢ়তায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ইতিহাসে ২য় বারের মত লিড পায় টাইগাররা। কিন্তু বৃষ্টির হানায় ছন্দপতন হলেও, ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়ে সাজঘরের ফেরেন লিটন দাস। শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট হয় ৩২৬ রানে। প্রোটিয়াদের বিপক্ষে ৭৮ রানের লিড পায় বাংলাদেশে। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দেখেশুনে শুরু করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার।  তবে, প্রোটিয়াদের দলীয় ৬১ রানে আবারো বৃষ্টি নামলে, ২৫ ওভার আগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা । দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ভ্যান জাইল ৩৩ ও এলগার ২৮ রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনের খেলা শুরু করার কথা ছিলো। কিন্তু টানা বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের জন্য আজকের মত খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

Post a Comment

Previous Post Next Post