![]() |
ঈদে স্পেশাল ট্রেন না থাকায় ঘরমুখো মানুষের দুর্ভোগ |
নিউজ ডেস্কঃ ঈদে সিলেট রুটে স্পেশাল ট্রেন না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে মৌলভীবাজার জেলার দুটি স্টেশন শ্রীমঙ্গল ও কুলাউড়ার যাত্রীদের জন্য বরাদ্দকৃত আসন স্বল্পতা ও টিকিট কালোবাজারীদের দৌরাত্ম্যে যাত্রীরা অতিষ্ঠ। তারা জানান, ঈদে এ রুটে স্পেশাল ট্রেন না থাকায় বাড়ি ফিরতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। এমনকি যে ট্রেনগুলো আছে সেগুলোরও টাইম শিডিউল পুরোপুরি ঠিক না থাকায় এবং চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়াতে বাড়ি ফিরতে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। টিকিট সংগ্রহ করতে আসা যাত্রীরা জানান, টিকিট কালোবাজারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ তারা। নির্দিষ্ট তারিখের টিকিট কাউন্টারে পাওয়া না গেলেও বাড়তি টাকা দিলে দালালদের কাছে ঠিকই পাওয়া যাচ্ছে। শ্রীমঙ্গল ও কুলাউড়া রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্টেশনের কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদের অগ্রিম টিকিট বলা হলেও সিলেট রুটে ঈদ উপলক্ষে বিশেষ কোন প্যাকেজ দেয়া হয়নি। কাউন্টার, অনলাইন ও মোবিক্যাশের মাধ্যমে ৩ দিন আগের নিয়মেই টিকিট বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারো রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং ভিআইপিদের জন্য ৫ শতাংশ টিকিট সংরক্ষিত থাকবে। শুধু ঈদের দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। যতক্ষণ টিকিট স্টকে থাকবে ততক্ষণই বিক্রি হবে। কুলাউড়া স্টেশন মাস্টার মির্জা মো. শামসুল আলম টিকিট কালোবাজারীর অভিযোগ অস্বীকার করে জানান, চাহিদা অনুযায়ী টিকিট বরাদ্দ কম থাকায় এই সমস্যাটা হচ্ছে। ঈদকে সামনে রেখে যাতে যাত্রীরা নিরাপদ ভ্রমণ ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে প্লাটফর্মে রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা সচেষ্ট রয়েছেন।