রাজন হত্যা মামলায় ডিবির তদন্ত শুরু

রাজন হত্যা মামলায় ডিবির তদন্ত শুরু
রাজন হত্যা মামলায় ডিবির তদন্ত শুরু
নিউজ ডেস্কঃ সিলেটে শিশু রাজন হত্যা মামলার তদন্ত শুরু করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার মামলার নথিপত্র সংগ্রহ করেন। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলমগীর হোসেন ডিবির কাছে নথিপত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ জুলাই বুধবার থেকে জালালাবাদ থানা পুলিশ মামলাটি শুরু তদন্ত করেছে। আর বৃহস্পতিবার থেকে ডিবি পুলিশ মামলাটি তদন্ত করবে। প্রসঙ্গত, গত ৮ জুলাই বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ নিয়ে দেশে বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। প্রথমে জালালাবাদ থানার (ওসি-তদন্ত) আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন।

Post a Comment

Previous Post Next Post