ভারী বর্ষনে কুলাউড়ার কয়েকটি স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বর্ষনে কুলাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষনে কুলাউড়ার কয়েকটি স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত
তারেক হাসানঃ কুলাউড়ার শহর ও শহরতলীর নিম্নাঞ্চল গতকাল ১০জুন বুধবার ভোর থেকে টানা ভারী বর্ষনের ফলে প্লাবিত হয়েছে। বর্ষন অব্যাহত থাকলে উপজেলায় বন্যার আশংকা রয়েছে। পৌরসভার পানি নিস্কাষনের ড্রেনগুলি ভরাট হয়ে যাওয়ায় কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা পানিতে ডুবে গেছে। বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস ব্লকে পানি উঠেছে। প্রায় তেরশ শিক্ষার্থীর এই বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী নাজমা বেগম, রোদেলা ধর, তানহা বেগম, নবম শ্রেনীর জহুরা আক্তার ও দশম শ্রেনীর মাফিয়া আক্তার জানায় সেতঁসেতেঁ বিদ্যালয়ের আংগিনায় তাদেরকে পরীক্ষা দিতে কষ্ঠ হচ্ছে। বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ জানান বিদ্যালয় সংলগ্ন নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশদিয়ে পানি নিস্কাষনের ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় বিদ্যালয়টির আঙ্গিনা থেকে পানি সহজে নামে না। তাছাড়া উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তাঘাট, রেলওয়ে কলোনির আবাসিক এলাকা ও নিম্নাঞ্চলের বসত বাড়িতে পানি উঠেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়ায় সাড়ে ছয় ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ভারী বর্ষনে কুলাউড়ার কয়েকটি স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষনে কুলাউড়ার কয়েকটি স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষনে কুলাউড়ার কয়েকটি স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষনে কুলাউড়ার কয়েকটি স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত


Post a Comment

Previous Post Next Post