![]() |
| পপুলার লাইব্রেরীর সত্ত্বাধিকারী হাজী ফজলুর রহমান জুলন আর নেই |
ইন্না লিল্লািহ ওয়া ইন্না ইলাহী রাজিউন........
জয়পাশা সৈয়দবাড়ী নিবাসী পপুলার লাইব্রেরী সত্ত্বাধিকারী হাজী ফজলুর রহমান জুলন সাহেব আর নেই । তিনি আজ সকাল ১০.৪৫ মিনিটের সময় সিলেট ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেন !মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ৫.৪৫ মিনিটে জয়পাশা হযরত শাহকামাল মাজার সংলগ্ন সৈয়দবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে ।এতে প্রত্যেক মুসলমান ভাইদের দাওয়াত করা যাইতেছে ।।
হাজী ফজলুর রহমান জুলন সাহেব এর মৃত্যুতে প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।।
জয়পাশা সৈয়দবাড়ী নিবাসী পপুলার লাইব্রেরী সত্ত্বাধিকারী হাজী ফজলুর রহমান জুলন সাহেব আর নেই । তিনি আজ সকাল ১০.৪৫ মিনিটের সময় সিলেট ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেন !মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ৫.৪৫ মিনিটে জয়পাশা হযরত শাহকামাল মাজার সংলগ্ন সৈয়দবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে ।এতে প্রত্যেক মুসলমান ভাইদের দাওয়াত করা যাইতেছে ।।
হাজী ফজলুর রহমান জুলন সাহেব এর মৃত্যুতে প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।।
