সিলেটে যত্রতত্র গড়ে উঠেছে মানহীন প্রাইভেট কলেজ

সিলেটে যত্রতত্র গড়ে উঠেছে মানহীন প্রাইভেট কলেজ
সিলেটে যত্রতত্র গড়ে উঠেছে মানহীন প্রাইভেট কলেজ
নিউজ ডেস্কঃ সিলেট এখন বেসরকারি উচ্চমাধ্যমিক কলেজের শহরে পরিণত হয়েছে। এসএসসি উত্তীর্ণদের টার্গেট করে নগরীর পাড়া মহল্লায় নতুন নতুন কলেজের সাইনবোর্ড ঝুলছে। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব শিক্ষা প্রতিষ্ঠানে নেই মানসম্পন্ন শিক্ষক এমনকি শিক্ষা উপকরণও। তার বিপরীতে নেয়া হচ্ছে গলাকাটা টিউশন ফি। তবে,তা মানতে নারাজ বেসরকারি কলেজের অধ্যক্ষরা। এ অবস্থায়, শিক্ষার মান রক্ষায় এসব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। এক দশক আগেও সিলেটে কলেজ বলতে বুঝাতো মহিলা কলেজ, এম.সি কিংবা সরকারি কলেজকে। কিন্তু এখন চিত্র ভিন্ন। নগরীর পাড়া মহল্লা থেকে শুরু করে মার্কেট এমনকি কাঁচাবাজারের ওপরে ছোট একটি ফ্লোর ভাড়া নিয়ে চলছে কলেজের কার্যক্রম। সম্প্রতি গড়ে ওঠা এসব শিক্ষা প্রতিষ্ঠান যত না কল্যাণমূলক তার চেয়ে বেশি ব্যবসায়িক। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাবিদদের অভিযোগ এসব প্রতিষ্ঠানে নেই মানসম্পন্ন শিক্ষক এমনকি শিক্ষা উপকরণও। তারপরও কেউ ভর্তি হতে চাইলে গলাকাটা টিউশন ফি’র কারণে আর সম্ভব হয়ে ওঠেনা। শিক্ষাবিদ অধ্যাপক কাজী আতাউর রহমান বলেন, 'বাস্তবতার সঙ্গে এসব প্রতিষ্ঠানের মিল নেই। অবকাঠামোগত সুযোগ-সুবিধা নেই। ' শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রাইভেট কলেজগুলোতে ব্যয় অনেক বেশি। এছাড়াও শিক্ষক ও শিক্ষার মানও তেমন ভালো না। তবে, তা মানতে নারাজ বিজ্ঞান ও কমার্স কলেজের অধ্যক্ষরা। বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মোঃ আবদুস শহীদ বলেন, 'আমাদের এখানে মানসম্মত শিক্ষাই দেয়া হয়। এছাড়া এখানে কোন স্বজনপ্রীতি নেই। ' কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ মোহাইমীন আরিফ জানান, 'আমরা কোন অতিরিক্ত টিউশন ফি নিচ্ছি না। ' শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বেসরকারি কলেজগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার পরামর্শ শিক্ষাবিদদের। আর শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের হুঁশিয়ারি এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম শাহী আলম বলেন, 'উচ্চ শিক্ষা দেখাশোনার জন্য যারা কাজ করছে বা যেসব নীতিমালা আছে সেগুলো মানতে হবে। '  সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ শামীম বলেন, 'যেসব বিষয়ে আমারে কাছে অভিযোগ এসেছে সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। ' এই বিভাগের ৩টি জেলায় মোট ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ থাকলেও শুধু সিলেটে রয়েছে ৪০টিরও বেশি কলেজ।
সুত্রঃ সময় নিউজ

Post a Comment

Previous Post Next Post