![]() |
| বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন |
মিরন নাজমুল, বার্সেলোনা (স্পেন) থেকেঃ বার্সেলোনায় বাংলা স্কুলের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন রোববার স্থানীয় পার্ক মনজুয়িকের সুন্দর ও মনোরম পরিবেশে বনভোজনের আবহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাসের প্রত্যেক ইউনিটে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়া স্কুলের শিক্ষকদেরও তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার বিতরণের দৃশ্যঅনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি শাহ আলম স্বাধীন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সংগঠক মোহাম্মদ কামরুলসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলে মোট ১২০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক জাহাঙ্গির আলম। উল্লেখ্য,
![]() |
| বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন |
২০১১ সালে প্রতিষ্ঠিত এই বাংলা স্কুলে
শিক্ষার্থীর সংখ্যা মোট ৮০ জন। তাদের ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ভাগ করে
বাংলা, ইংরেজি, ধর্মীয় ও সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয়। বিদেশে নানান
প্রতিকূলতা সত্ত্বেও স্কুল কমিটি স্বেচ্ছাশ্রম দিয়ে বাংলাদেশের বংশোদ্ভূত
ছেলেমেয়েদের মাতৃভাষা বাংলা শিক্ষাদানের নিরলস কাজ করে যাচ্ছেন। স্কুলটিতে
বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের সিলেবাস
অনুযায়ী বাংলা ও ইংরেজি ভাষা শেখানো হয়। শিক্ষার্থীদের মেধার মান
যাচাইয়ের জন্য বছরে তিনটি পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া প্রতি ইউনিটে
নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হয়। সমাপনী পরীক্ষার লিখিত অংশে শতকরা পঞ্চাশ ও
মৌখিক পরীক্ষায় মনোনীত হওয়া শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ
হওয়ার জন্য মনোনীত করা হয়।

