৮৫৫তম ডিনার সভায় ক্লাব চার্টারশীপ ডে উদযাপন ও সেবা কার্যক্রম সম্পন্ন

৮৫৫তম ডিনার সভায় ক্লাব চার্টারশীপ ডে উদযাপন ও সেবা কার্যক্রম সম্পন্ন
৮৫৫তম ডিনার সভায় ক্লাব চার্টারশীপ ডে উদযাপন ও সেবা কার্যক্রম সম্পন্ন
নিউজ ডেস্কঃ সেবা, সুনাগরিকত্ব, সৌহার্দ্য এই তিন মুল মন্ত্রকে লালন করে এগিয়ে চলছে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। কুলাউড়ার ছামি ইয়ামি এন্ড চাইনিজ বাংলা রেস্টুরেন্টে গত ৯ই জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৮৫৫তম ডিনার সভা । ২০১৫ বর্ষের সভাপতি এপেঃ শাহীন আহমদের সভাপতিত্বে উক্ত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, এপেক্স সংগীত, এপেক্সের আদর্শ পাঠ, ইনভোকেশন, আ্ত্মপরিচয়, শুভেচ্ছা-অপারগতা ও পত্র যোগযোগ পর্ব শেষে কার্যক্রম পর্বে ৮৫৪তম ডিনার সভার কার্যবিবরণী উত্থাপন, আলোচনা শেষে সংশোধনী সাপেক্ষে তা অনুমোদন হয়। আর্থিক কার্যক্রম পরিচালনা করেন ক্লাব ট্রেজারার এপেঃ সুরমান আহমদ। জরিমানা পর্ব পরিচালনা করেন ক্লাব সার্জেন্ট অ্যাট আর্মস এপেঃ জুবায়ের সোহেল। সেবা পর্বে ক্লাবের সেবা পরিচালক এপেঃ কাজী কোহেলা বেগমের নেতৃত্বে আইপিপি এপেঃ আব্দুস সহিদ বাবুলের পৃষ্ঠপোষকতায় একটি এতিমখানার জন্য মাদ্রাসার ছাত্রদের কাছে হস্তান্তর করা হয় বিভিন্ন রকমের মৌসুমী ফল। তারপরপরই অনুষ্ঠিত হয় ৮৫৫তম ডিনার সভার অন্যতম সেরা আয়োজন। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপেঃ সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও অতীত সভাপতি এপেঃ জাহানারা সিরাজ লক্ষীর দেশে আগমন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। উক্ত পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেঃ এনায়েত হোসেন চৌধুরী (এলএম), ক্লাব পিপি এপেঃ রফিকুল ইসলাম টিপু, ক্লাব পিপি এপেঃ অধ্যক্ষ ফজলুল হক, ক্লাব পিপি এপেঃ তোয়ায়েল আহমদ ডালিম, ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়, আইপিপি এপেঃ আব্দুস সহিদ বাবুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ ডা. হেমন্ত চন্দ্র পাল প্রমুখ। পরবর্তীতে সংবর্ধিত এপেঃ সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও এপেঃ জাহানারা সিরাজ লক্ষী’র হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অন্যান্য এপেক্সিয়ানবৃন্দরা। সংবর্ধনা কার্যক্রম শেষে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের টার্চারশীপ ডে উদযাপন করা হয় কেক কেটে। অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মিঠুন চক্রবর্তী, মেম্বারশীপ এন্ড এটেন্ডেনটস ডাইরেক্টর এপেঃ শরিফ আহমদ, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেঃ স্বপন কুমার দাস, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ মুজিবুল আলম সুহেল, এপেঃ নির্মলেন্দু ভট্টাচার্য্য পান্না, এপেঃ জসীম উদ্দিন চৌধুরী, এপেঃ সালেহ উদ্দিন, এপেঃ আব্দুল বাছিত, এপেঃ এম এ জলিল, এপেঃ আজিজুর রহমান, এপেঃ আলী হোসেন, এপেঃ আলাউদ্দিন শামীম, এপেঃ জাহাঙ্গীর আলম, এপেঃ শফিউল আলম সৌরভ, এপেঃ আলতাফ হোসেন সুমেল, এপেঃ সুহেল আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post