বিশ্ব পরিবেশ দিবসে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী

বিশ্ব পরিবেশ দিবসে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী
এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ
নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষন ও পরিবেশগত মান উন্নয়ন সার্বিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছর ৫জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (ইউএনইপি) প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এ বছরের প্রতিপাদ্য হলো !সেভেন বিলিয়ন ড্রিমস, ওয়ান প্লানেট কনজুম উইথ কেয়ার”। সেবা সুনাগরিকত্ব সৌহার্দ্য এই তিন মুল মন্ত্রকে লালন করে বিভিন্ন কর্মসূচী পালন করছে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জেলা-৪ এর অন্তর্গত ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। গত ৭ই জুন রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুপুর ১২টায় বৃক্ষের চারা বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয় সহ কুলাউড়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচী সম্পন্ন করা হয়। কর্মসূচীটির উদ্বোধন করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গৌরা ঘোষ, সে সময় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সুহেল। দিন ব্যাপী এই কার্যক্রম এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে সকল এপেক্সিয়ানবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে সম্পন্ন করেছেন তারা হলেন ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়, ক্লাবের প্রেসিডেন্ট এপেঃ শাহীন আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ ডা. হেমন্ত চন্দ্র পাল, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মিঠুন চক্রবর্তী, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর এপেঃ শরীফ আহমদ, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেঃ স্বপন কুমার দাস, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ মোঃ আব্দুল বাছিত, এপেঃ আব্দুল জলিল, এপেঃ আলী হোসেন, এপেঃ শফিউল আলম সৌরভ, এপেঃ আলাউদ্দিন শামীম, এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, এপেঃ আলতাফ হোসেন সুমেল, এপেঃ সুহেল আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post