কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী সম্পন্ন

কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী সম্পন্ন
কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী সম্পন্ন
নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বাংলাদেশও বিশেষ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করেছে। পরিবেশও প্রতিবেশের সুরক্ষার জন্য পৃথিবীব্যাপী যে আগ্রহ ও উদ্দীপনা সঞ্চার হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যেও এর স্পন্দন ছড়িয়ে পড়েছে। ”শত কোটি জনের অপার স্বপ্ন একটি বিশ্ব করবো না নিঃস্ব” এ বছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে। গত ৭ই জুন রবিবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে সকাল ১০টায় বৃক্ষের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীটির উদ্বোধন করেন কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, কুলাউড়ার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচী সম্পন্ন করা হয়। সাপ্তাহিক মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিলের পৃষ্ঠপোষকতায় দিন ব্যাপী এই কার্যক্রমে কুলাউড়া বন্ধুসভার যে বন্ধুরা বিভিন্ন সময়ে উপস্থিত হয়ে কর্মসূচী সফল করেছেন তারা হলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা ডা. হেমন্ত চন্দ্র পাল, উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, কুলাউড়া বন্ধুসভার সভাপতি প্রভাষক আব্দুল আহাদ সুমন, সহ সভাপতি কাওছার আহমদ সাব্বির, সাধারণ সম্পাদক সিরাজুল আলম জুবেল, সহ সাধারণ সম্পাদক শামছুল আলম সজীব, সহ সাধারণ সম্পাদক জয়দীপ দেব রুপক, উপ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুহেল আহমদ, যোগাযোগ সম্পাদক দেবব্রত ধর চৌধুরী, সাহিত্য সম্পাদক বিপুল চন্দ্র দাস,অর্থ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক মামুন আহমদ, সদস্য অপু, রেজা, ইমন, রাববি, অনিক প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post