![]() |
কমলগঞ্জ থানার এসআই আজিজুর রহমান জেলায় শ্রেষ্ট |
এম শাহবান রশীদ চৌধুরী: কমলগঞ্জ থানার এস আই মোঃ আজিজুর রহমান মৌলভীবাজার জেলার মধ্য শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এপ্রিল মাসে মামলা তদন্ত, প্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, দ্রুত মামলার তদন্ত নিষ্পতি প্রভৃতি কাজে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করায় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন। আজিজুর রহমান ১৯৯৫ সালে কন্সট্রেবল হিসেবে যোগদান করে ২০০৯ সালে এস আই হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০৭-০৮ সালে জাতিসংঘ শান্তি রক্ষী মিশনের সদস্য হিসেবে কংগোতে কাজ করেন। সে সময় তিনি মেডেল লাভ করেছিলেন।