এম শাহবান রশীদ চৌধুরী: পুলিশ বিভাগে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ড.মোঃ আক্কাছ উদ্দিন ভুঁঞা রোববার(৩১মে)পুলিশের ডিআইজি সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি পদে যোগদান করেছেন। ইতিপুর্বে তিনি ঢাকায় এসপিবিএন-১ কর্মরত ছিলেন। ১৫তম বিসিএস ব্যাচের ড.মোঃ আক্কাছ উদ্দিন ভুঁঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশে যোগদান করেন। সিলেট জেলায় সহকারী পুলিশ সুপার পদে ১ম যোদানের পর তিনি বিভিন্নস্থানে একই পদে চাকুরী করেন। ২০০৫সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে তিনি রাজারবাগ টেলিকম,শেরপুর,হবিগঞ্জ ও নরসিংদি জেলায় ও পদোন্নতির পুর্বমুহুর্ত পর্যন্ত ঢাকা এসপিবিএন-১ এ দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনে তিনি ২০০৭ ও ২০১২সালে শান্তিরক্ষা মিশনে কম্বো ও আইভেরি কোষ্টে দু’বার কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র,জাপান ও ইটালীতে পুলিশের প্রশিক্ষন গ্রহন করেন। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নিবাসী ড.মোঃ আক্কাছ উদ্দিন ভুঁঞা ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। তার সহধর্মিনী ডাঃ নাসিমা খাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।
ট্যাগ »
Latest News