![]() |
মৌলভীবাজারে ৪ চা বাগানে কর্মবিরতি |
এম শাহবান রশীদ চৌধুরীঃ মৌলভীবাজারের চারটি চা বাগানের শ্রমিকরা আটক শ্রমিক নেতার মুক্তি দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছে । বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি শাখার সভাপতি বিজয় হাজরার মুক্তি ও তার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। বুধবার(০৬মে)সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেওয়াছড়া, পার্থকলা, দোলইছড়া এবং মাধবপুর চা বাগানের নারী ও পুরুষ শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। দেওয়াড়াছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কূর্মী জানান, প্রায় ৬ মাস আগে শ্রীমঙ্গলের ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া চা বাগানের একজন সহকারী ব্যবস্থাপক দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান সাগর হাজরা ও তার পরিবার সদস্যদের নামে মামলা করেন তিনি। ওই মামলায় চা শ্রমিক ইউনিয়নের অন্যতম সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরাকে অন্তর্ভূক্ত করা হয়। গত ৫ মে বিজয় হাজরা মৌলভীবাজার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী জানান, বিজয় হাজরার মুক্তির দাবিতে সিলেট বিভাগের ৬৪টি চা বাগানে একযোগে এ কর্মবিরতি পালন করা হয়েছে। তিনি এ মামলা হয়রানিমূলক দাবি করে বলেন, অবিলম্বে কারারুদ্ধ বিজয় হাজরার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।