![]() |
হেলিকপ্টার বিধ্বস্ত : দুই দেশের রাষ্ট্রদূতসহ নিহত ৬ |
নিউজ ডেস্কঃ পাকিস্তানে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ কমপক্ষে ৬ আরোহী প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় পোল্যান্ড ও ডেনমার্কের রাষ্ট্রদূতসহ আহত হয়েছেন ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নালতার উপত্যকায় জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর হেলিকপ্টারটি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দুই রাষ্ট্রদূতের স্ত্রী এবং পাকিস্তান সেনাবাহিনীর ২ পাইলট এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে হেলিকপ্টারযোগে একটি পর্যটন প্রকল্প উদ্বোধনে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তারা। সামরিক বাহিনীর মুখপাত্র আসিম বাজওয়া টুইটারে এক বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। ৬ পাকিস্তানি ও ১১ বিদেশী নাগরিকসহ হেলিকপ্টারটিতে মোট ১১ আরোহী ছিলেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রকল্পটির উদ্বোধনের কথা ছিল। দুর্ঘটনার খবরে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি ফিরে যায়।