জয়ার নতুন ছবি জি বাংলা সিনেমায়

জয়ার নতুন ছবি জি বাংলা সিনেমায়
জয়ার নতুন ছবি জি বাংলা সিনেমায়
বিনোদন ডেস্কঃ ছোট পর্দায় মুক্তি পাচ্ছে ওপার বাংলায় জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘একটি বাঙালি ভূতের গপ্পো’। জি বাংলা সিনেমায় আগামী ১৭ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় এটি প্রচার হবে। ১মে (শুক্রবার) ফেসবুকে চ্যানেলটির পেজে এর ট্রেলার উন্মুক্ত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। তিনি এর আগে কলকাতায় ‘ফড়িং’ নামের একটি ছবি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন। এবারও তার কাজ প্রশংসিত হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে ছবিটির চিত্রায়ন শুরু হয় গত ফেব্রুয়ারিতে। পুরোপুরি রহস্যময় গল্প এটি। এর আগে কলকাতায় অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবিতে অভিনয় করেন জয়া। সামনে মুক্তি পাবে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘কণ্ঠ’।

Post a Comment

Previous Post Next Post