![]() |
ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার মনু স্টেশনের রেল লাইনের উপর থেকে ট্রেনে কাটাপড়া অজ্ঞাত এক যুবকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে মনু রেল স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ট্রেনে কাটাপড়া অজ্ঞাত এক যুবকের লাশ রেললাইনের উপরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতেয়ার উদ্দিন চৌধুরী জানান, রাতে যে কোনো এক সময় ট্রেনে কাটাপড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।