গফরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক ভবন ধসে পড়ার আশংকা

গফরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক ভবন ধসে পড়ার আশংকা
গফরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক ভবন ধসে পড়ার আশংকা
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জরাজীর্ণ ৩৫টি কমিউনিটি ক্লিনিক ভবন ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। তার পর জরাজীর্ণ ভবনের নীচে বসে মৃত্যুর ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিএইচসিপির কর্মীরা। এতে ব্যহত হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীন জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় গফরগাঁও উপজেলায়ও ৪৫টি কমিউনিটি নির্মাণ করা হয়। পরবতীতে ২০০১ সালে বিএনপি- জামায়েত জোট সরকার ক্ষমতায়আসার পর কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বন্ধ করে দেয় তৎকালীন সরকার। দীর্ঘ ৮ বছর এগুলো বন্ধ থাকার পর বর্তমান আওয়ামীলীগ মসরকার ক্ষমতা গ্রহনের পর কমিউনিটি ক্লিনিক গুলো পুনরুজ্জীবিত করণের লক্ষ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগের মধ্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন। গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক পুররুজ্জীবিত করে গ্রামাঞ্চলের জনগোষ্ঠির জন্য চিকিৎসা সেবা কার্যক্রম চালু করলেও ভবন গুলোর অবস্থা খুবই জরাজীর্ণ। সরেজমিনে দেখা যায়,উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল কমিউনিটি ক্লিনিকের অবস্থা অত্যান্ত নাজুক। সামান্য বৃষ্টিতেই ক্লিনিকের ভবনের ছাদ চুয়ে পানি ঝড়ে। দেয়ালে ও ছাদে ফাঁটল দেখা দিয়েছে। খসে পড়েছে ছাদের আস্তর। দরজা- জানালাও ভেঙ্গে গেছে। যে কোন সময় ধসে পড়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনের নিচে বসে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিএইচসিপিরা। ধামাইল কমিউনিটি ক্লিনিকের সভাপতি জমিদাতা ঢালী জুবায়ের ইবনে সামছ বলেন,এ ক্লিনিকে প্রতিদিন গড়ে ৩০-৪০ রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। কিন্তু সামান্য বৃষ্টিতে ক্লিনিকের ছাদ চুয়ে পানি পড়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে ঔষধ পত্র। এছাড়াও ক্লিনিকে বসার পরিবেশ না থাকায় চিকিৎসা নিতে এসে নানা রকম ভোগান্তির সম্মূখীন হচ্ছেন রোগীরা। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াইজ উদ্দিন ফরাজি জানান, গফরগাঁও উপজেলায় ৪৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৩৫টি ক্লিনিকের ভবনের অবস্থা অত্যান্ত জরাজীর্ণ। জরুরী ভিত্তিতে ক্লিনিক গুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post