![]() |
বৈশাখী বজ্রপাতে ৭ জনের মৃত্যু |
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে মারা গেছেন ৭ জন। শনিবার সকালে গাইবান্ধার কুঠিপাড়া এলাকায় নারায়ণ চন্দ্র রবিদাস ও তার স্ত্রী ফেগনি রবিদাস রান্না ঘরে কাজ করছিলেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির এক পর্যায়ে তাদের রান্না ঘরের ওপর বজ্রপাত হয়। এতে নারায়ণ চন্দ্র রবিদাস মারা যান। আহত হন তার স্ত্রী ফেগনি রবিদাস। এদিকে, সুনামগঞ্জের দিরাইয়ের কালিয়াকোঠা হাওরে ধান কাটার সময় হরিভক্ত দাস ও আবদুল কাদের নামে ২ কৃষকসহ ৩ জন বজ্রপাতে মারা যান। এছাড়া, দিনাজপুর ও শেরপুরে বজ্রপাতে মারা যান ৩ জন।