মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দেশজুড়ে ই-লাইব্রেরি তৈরির আশ্বাস

মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দেশজুড়ে ই-লাইব্রেরি তৈরির আশ্বাস
মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দেশজুড়ে ই-লাইব্রেরি তৈরির আশ্বাস
নিউজ ডেস্কঃ দ্যা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দেশে ই-লাইব্রেরি তৈরি করবে, বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাত করেন ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক ম্যাট পাসির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। সম্প্রতি, বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরি নিয়ে একটি জরিপ পরিচালনা করে। বৃহস্পতিবার এই জরিপের তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেশে ই-লাইব্রেরি চালুর জন্য ব্রিটিশ কাউন্সিলকে অনুরোধ জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিনিধি দলটি প্রতিমন্ত্রীকে জানায়, দ্যা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশে ই-লাইব্রেরি চালু করতে আগ্রহী। ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক ম্যাট পাসির নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন, ব্রিটিশ কাউন্সিলের সহকারি পরিচালক (ব্যবসা উন্নয়ন) থমাস দোহারটি, ব্রিটিশ কাউন্সিলের ব্যবসা উন্নয়ন সমন্বয়কারী নাবিলা রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকতউল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post