এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলার রবিরবাজার দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল ২০০৬ ব্যাচের ১০ বৎসর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার(৩০এপ্রিল)শিকড় স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা,কুর’আন খতম এবং মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মাদরাসা অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল জব্বারের সভাপত্বিতে ও মো: হায়দার আলীর পরিচালনায় অনুষ্টানে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সাবেক এমপি এড. নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ক্বাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ,লংলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আতাউর রহমান,রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম.শাকিল রশীদ চৌধুরী,মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মো: মছলু মিয়া,মো. আজির খান,মাদরাসার উপাধ্যক্ষ আব্দুল খালিক তালুকদার,প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ,বাবনিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মো: ফয়জুর রহমান চৌধুরী,হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুন নুর, মাদরাসার শিক্ষক বিমল চন্দ্র দেব,মাও মখলিছুর রহমান,ক্বাজী মাও রফিকুল ইসলাম,মাও আব্দুস শহীদ,সৈয়দ আব্দুল খালিক,মাও মো:ফারুক আহমদ, কুলাউড়া তালামীয সভাপতি এহসানুল মাহমুদ নাজিম,দাখিল ব্যাচের শিক্ষক সৈয়দ আব্দুল মুহিন,জুয়েল আহমদ লিটন,সৈয়দ আব্দুল মালিক,মাহমুদুল হাসান জাফর,মো.জসিম উদ্দিন, তাহির মাহমুদ,সৈয়দ আব্দুল মোক্তাদির,মাহবুবুর রহমান, আঃ মুন্তাকিম (জুনাল), মো. বদরুল ইসলাম খান,শাহীন মাহমুদ,ফারজানা আক্তার,আখলাকুর রহমান লাবু, মো.শামিম আহমদ ও হাসান আল মামুন প্রমূখ।