![]() |
ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে দ্বিতীয় দিন মাঠে নামছে টাইগাররা |
স্পোর্টস ডেস্কঃ ঢাকা টেস্টের প্রথম দিনে ইউনুস-আজহারের শতকে প্রায় সব কিছুই পাকিস্তানের পক্ষে গেছে। তবে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন স্বাগতিক দলের পেসার মোহাম্মদ শহীদ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা শহীদ মনে করেন, বৃহস্পতিবারের প্রথম সেশনে ভালো বোলিং করা গেলে ঘুরে দাঁড়াতে পারবে তার দল। “আমরা চেষ্টা করছি, উইকেটে ভালো সহায়তা রয়েছে। স্পিনাররা যদি কাল (বৃহস্পতিবার) সকালে ভালো বোলিং করে, বা লাঞ্চের আগে যদি ভালো বল করতে পারি, তাহলে ভালো কিছুই হবে আশা করি।”নো বলের কল্যাণে একবার করে জীবন পান শতক করা দুই ব্যাটসম্যান আজহার আলি ও ইউনুস খান। মাত্র দুই বল করেই মাঠ ছাড়তে হয় পেসার শাহাদাত হোসেনকে। কয়েকটি ক্যাচ অল্পের জন্য ফিল্ডারের হাত পর্যন্ত যায়নি। শহীদ জানান, দ্বিতীয় নতুন বলে শেষ বেলায় পাওয়া ইউনুসের উইকেট স্বস্তি হয়ে এসেছে তাদের জন্য। পেস সহায়ক উইকেটে বাংলাদেশ দুই পেসার নিয়ে খেললেও কোনো ভুল করেনি পাকিস্তান। বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরের জায়গায় ইমরান খানকে ফিরিয়ে নিজেদের পেস আক্রমণের শক্তি বাড়িয়েছে তারা। উইকেটে ‘মুভমেন্ট’ আছে তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সময় দেখেশুনে খেলার পরামর্শ দিয়েছেন শহীদ। “আমাদের ব্যাটসম্যাদের একটু কষ্ট হবে। বল যদি দেখে খেলতে পারে, আমার মনে হয়, আমাদের যে ব্যাটসম্যান আছে টিকে যেতে পারবে।”