লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাস

লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাস
লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাস
নিউজ ডেস্কঃ বাংলাদেশ- ভারত সীমান্ত চুক্তি বিষয়ক বিলটি লোকসভায় পাস হয়েছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ লোকসভায় বহুল প্রতীক্ষিত এ বিলটি উত্থাপন করলে ভোটের মাধ্যামে পাস হয়। বিলটি পাস করতে ভারতীয় পার্লামেন্ট সদস্যদের সংবিধানে ১১৯তম সংশোধনী আনতে হয়। সেক্ষেত্রে দেশটির নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হয়। এর আগে বহুল প্রতীক্ষিত এ বিলটি বুধবার ভারতের রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। এরপর লোকসভাতেও বিলটি পাশের পক্ষে সমর্থন জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ায় আগেই ধারণা করা হয় যে, খুব সহজেই লোকসভায় বিলটি পাশ করাতে পারবে সংখ্যাগরিষ্ঠ বিজেপি। ধারণাটি সঠিক প্রমাণ করে বিলটি পাস হয়েছে।

Post a Comment

Previous Post Next Post