মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের ব্যাটারি উদ্ধার

মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের ব্যাটারি উদ্ধার
মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের ব্যাটারি উদ্ধার
এম শাহবান রশীদ চৌধুরীঃ শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান এলাকা থেকে মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের ১৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৬মে)সকাল সাড়ে ১০টার দিকে ফুলছড়া বাগান থেকে ব্যাটারিগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলছড়া চা বাগানের ভেতরে মোবাইল ফোন কোম্পানির ১৫টি ব্যাটারি পড়ে থাকতে দেখে চা শ্রমিকরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাটারিগুলো উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যটারিগুলো মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় কোন কারণে চোর এগুলো চা বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post